নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখেই তাঁর বিজেপি-তে যোগ, মুখোমুখি দ্য গ্রেট খালি

নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখেই তাঁর বিজেপি-তে যোগ, মুখোমুখি দ্য গ্রেট খালি

Published : Feb 11, 2022, 02:28 PM ISTUpdated : Feb 11, 2022, 03:08 PM IST

তার কুস্তিুর ফ্যান দেশে বিদেশে থাকলেও, 'দ্য গ্রেট খালি' কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের অন্ধ ভক্ত। দলে যোগ দিয়েই মোদীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেছেন,'বিজেপিতে সামিল হতে পেরে তাঁর খুবই ভালো লাগছে। 

'দ্য গ্রেট খালি' ওরফে দিলীপ সিং রানা হিমাচল প্রদেশের বাসিন্দা (The Great Khali)। দীর্ঘকায় চেহারার খালি প্রথম জীাবনে কুস্তিকেই নিজের নেশা ও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। বিশ্ব দরবারে নিজের কুস্তিুর জোরে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। ভারতের প্রথম কুস্তিগীর হিসেবে বিশ্বখ্যাত আমেরিকার ডব্লুডব্লুই (WWE) প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিলেন খালি। ২০০৬ সালে ডব্লুডব্লুই রিংয়ে অভিষেক হয় তারা। আর এক বছরের মধ্যেই ২০০৭ সালে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও জেতেন। এছাড়াও হলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। অংশ নিয়েছেন 'বিগ বস' (Big Boss) রিয়েলিটি শোতেও। ডব্লুডব্লুই-তে যাওয়ার আগে তিনি পঞ্জাব পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন। পেশাদার কুস্তিকে বিদায় জানানোর পর থেকেই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল তার। এবার প্রিয় দল বিজেপির পতাকা ধরে কাজ করাই লক্ষ্য তারকা কুস্তিগীরের। রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে 'হেভিওয়েট' নেতা। ৫ রাজ্যে নির্বাচনের আবহের মধ্যেই এবার প্রকৃত অর্থে বিজেপিতে (BJP) যোগ দিলেন 'হেভিওয়েট' নেতা। রাজনীতির 'কুস্তি'-তে নাম লেখালেন প্রাক্তন ডব্লু়ডব্লুই সুপার স্টার (WWE Super Star)ও কুস্তিগীর ‘দ্য গ্রেট খালি’ (The Great Khali)। পোষাকি নাম ‘দ্য গ্রেট খালি’ হলেও তার আসল নাম দিলীপ সিং রানা (Dalip Singh Rana)। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন ৭ ফুট ১ ইঞ্চি লম্বা ও ১৫৭ কেজি ওজনের তারকাল কুস্তিগির। দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে নাম লেখান ‘দ্য গ্রেট খালি’। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। রাজনীতির ময়দানে যোগ দিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ডব্লুডব্লুই তারকা।

07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?
10:28'রামমন্দিরে না এলেও দূর থেকে ধ্বজা প্রণামেই পুণ্য' পতাকা উত্তোলন করে বার্তা মোদীর
32:35'৫০০ বছরের ক্ষত আজ সারল' রাম মন্দিরে ধ্বজা উত্তোলন করে মন্তব্য মোদীর
06:16BJP SIR : ২০০৫ বনাম ২০২৫, বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে আক্রমণে সুধাংশু ত্রিবেদী
10:10Tejas Crash : শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করেছিলেন তেজস-কে বাঁচাতে, চোখের জলে শেষ বিদায় শহিদ পাইলটকে
06:49Chirag Paswan: 'বিহার জয় করেছি, এবার বাংলা জয় করব', তৃণমূলকে হুঙ্কার চিরাগ পাসওয়ানের
23:15Bihar CM Oath : মঞ্চে বসে মোদী, মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ, এবার মন্ত্রী হলেন কারা?