নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখেই তাঁর বিজেপি-তে যোগ, মুখোমুখি দ্য গ্রেট খালি

তার কুস্তিুর ফ্যান দেশে বিদেশে থাকলেও, 'দ্য গ্রেট খালি' কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের অন্ধ ভক্ত। দলে যোগ দিয়েই মোদীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেছেন,'বিজেপিতে সামিল হতে পেরে তাঁর খুবই ভালো লাগছে। 

'দ্য গ্রেট খালি' ওরফে দিলীপ সিং রানা হিমাচল প্রদেশের বাসিন্দা (The Great Khali)। দীর্ঘকায় চেহারার খালি প্রথম জীাবনে কুস্তিকেই নিজের নেশা ও পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। বিশ্ব দরবারে নিজের কুস্তিুর জোরে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। ভারতের প্রথম কুস্তিগীর হিসেবে বিশ্বখ্যাত আমেরিকার ডব্লুডব্লুই (WWE) প্রতিযোগিতায় সুযোগ পেয়েছিলেন খালি। ২০০৬ সালে ডব্লুডব্লুই রিংয়ে অভিষেক হয় তারা। আর এক বছরের মধ্যেই ২০০৭ সালে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপও জেতেন। এছাড়াও হলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। অংশ নিয়েছেন 'বিগ বস' (Big Boss) রিয়েলিটি শোতেও। ডব্লুডব্লুই-তে যাওয়ার আগে তিনি পঞ্জাব পুলিশের এএসআই পদে কর্মরত ছিলেন। পেশাদার কুস্তিকে বিদায় জানানোর পর থেকেই রাজনীতিতে আসার ইচ্ছে ছিল তার। এবার প্রিয় দল বিজেপির পতাকা ধরে কাজ করাই লক্ষ্য তারকা কুস্তিগীরের। রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে 'হেভিওয়েট' নেতা। ৫ রাজ্যে নির্বাচনের আবহের মধ্যেই এবার প্রকৃত অর্থে বিজেপিতে (BJP) যোগ দিলেন 'হেভিওয়েট' নেতা। রাজনীতির 'কুস্তি'-তে নাম লেখালেন প্রাক্তন ডব্লু়ডব্লুই সুপার স্টার (WWE Super Star)ও কুস্তিগীর ‘দ্য গ্রেট খালি’ (The Great Khali)। পোষাকি নাম ‘দ্য গ্রেট খালি’ হলেও তার আসল নাম দিলীপ সিং রানা (Dalip Singh Rana)। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন ৭ ফুট ১ ইঞ্চি লম্বা ও ১৫৭ কেজি ওজনের তারকাল কুস্তিগির। দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে নাম লেখান ‘দ্য গ্রেট খালি’। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। রাজনীতির ময়দানে যোগ দিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ডব্লুডব্লুই তারকা।

03:40PM Modi : নিজের জন্য কাঁচের প্রাসাদ বানাতে পারতাম, করিনি! দেশবাসীদের জন্য স্থায়ী বাড়ি দিয়েছি : মোদী09:59'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে' নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক নরেন্দ্র মোদী03:14China HMPV Virus : ফের হবে লকডাউন? চিনে দাপিয়ে বেড়াচ্ছে ভয়ঙ্কর ভাইরাস! আতঙ্ক ভারতেও? দেখুন10:04গ্রামের মানুষদের জন্য দারুন সুখবর দিলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন কী বলছেন05:59'আমার স্বপ্ন প্রতিটা মানুষ যেন থাকার জন্য পাকা বাড়ি পায় আর আমি সেটা সত্যি করব' মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর03:12'গ্রামের ছেলে হয়েও এত বড় গায়ক', দিলজিতের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী05:14প্রয়াত মনমোহন সিংয়ের স্মৃতিচারণায় মোদী, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী04:15বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা09:16শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ