বর্তমানে মহারাষ্ট্রে কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর। তাই নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন মহারাষ্ট্রের চিকিৎসা সেলের প্রধান। তাঁর মতে অনেক চেষ্টা সত্ত্বেও মানুষকে রক্ষা করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির ব্যাখ্যা করতে গিয়েই কান্নায় ভেঙে পড়েন ওম প্রকাশ শেঠে। তিনি জানান লোকের কাছে অর্থ নেই চিকিৎসা করানোর। চোখের সামনে অসংখ্য মানুষকে বিনা চিকিৎসায় মরে যেতে দেখছেন তিনি। মানুষ বাঁচার আশাটুকুও যে পাচ্ছেন না এমনটাও জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের কথা ভবে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। মানুষকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন তিনি। তবে সব আশাই ক্রমশ যেন ক্ষীণ হয়ে আসছে তাঁর কথায়।