২১ জুন দিনটি যোগ দিবস হিসাবে পালিত হয়। এবছরও তার অন্যথা হয়নি। গোটা দেশের মানুষ মেতেছিল সপ্তন যোগ দিবস পালনে। প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলকেই দেখা গিয়েছে যোগ দিবস পালন করতে। এই যোগ দিবস পালন করতেই দেখাগেল ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশদের। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখাযাচ্ছে বরফের চাদরে মোড়া চারপাশ। কনকনে ঠান্ডার মধ্যেই চলছে যোগ অভ্যাস। আইটিবিপি -র এই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।