অপছন্দের জায়গায় বদলির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি এটাওয়া শহরের দারোগা বিজয় প্রতাপ। প্রতিবাদে তিনি এটাওয়া শহরের থানা থেকে বিঠোলি থানায় নতুন কর্মস্থলে দৌড়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
ইচ্ছের বিরুদ্ধে অনেক সময় সরকারি কর্মীদের বদলি হতে হয়। চাকরি বাঁচাতে মেনে নিতে হয় সেই বদলির সিদ্ধান্ত। কিন্তু অপছন্দের জায়গায় বদলির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেননি উত্তর প্রদেশের এটাওয়া শহরের দারোগা বিজয় প্রতাপ। প্রতিবাদে তিনি এটাওয়া শহরের থানা থেকে নতুন কর্মস্থল বিঠোলি থানায় দৌড়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এই দুই থানার দুরত্ব প্রায় ৬০ কিলোমিটার। কিন্তু প্রতিবাদ আর সফল করতে পারলেন না বিজয় প্রতাপ। ৪০ কিলোমিটার দৌড়ানোর পর সংজ্ঞা হারান তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।