২০১২ সালের দিল্লির চলন্ত বাসে ২৩ বছর বয়সি ফিজিও থেরাপির ইন্টার্নক নৃশংস ভাবে ধর্ষণ ও অত্যাচার করেছিল পাঁচ যুবক ও এক কিশোর। গুরুতর আহত অবস্থায় ১৩দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হয়নি মারা যান নির্ভয়া। অবশেষে নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিন ঘোষণা করা হল।
২০১২ সালের দিল্লির চলন্ত বাসে ২৩ বছর বয়সি ফিজিও থেরাপির ইন্টার্নক নৃশংস ভাবে ধর্ষণ ও অত্যাচার করেছিল পাঁচ যুবক ও এক কিশোর। গুরুতর আহত অবস্থায় ১৩দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষরক্ষা হয়নি মারা যান নির্ভয়া। অবশেষে নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির দিন ঘোষণা করা হল। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট এই কাণ্ডের চার অভিযুক্তের মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করল। ২০১২ সালের এই ঘটনার চার আসামিকেই আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহার জেলে ফাঁসি দেওয়া হবে। মৃত্যুদণ্ডের পরোয়ানা জারি করলেন অতিরিক্ত সেশন বিচারক সতীশ কুমার আরোরা।