প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। সেই একই ছবি দেখা গেল অন্ধ্র প্রদেশেও। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। সেখানে পাহাড় থেকে হুড়মুড়িয়ে নামতে দেখা গেল জল। জলে ভাসছে তিরুমালা মন্দিরও।
নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। সেই একই ছবি দেখা গেল অন্ধ্র প্রদেশেও। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি সেখানেও। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একাধিক অংশে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে পাহাড় থেকে হুড়মুড়িয়ে নামতে দেখা গেল জল। সেই ভয়াবহ ভিডিও উঠে এল প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে হুড়মুড়িয়ে নামছে জল। সেই জলেই ভেসে যাচ্ছে সেখানকার রাস্তাঘাট। জলে ভাসতে গিয়েছে তিরুমালা মন্দিরও। তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত তিরুমালা মন্দির সেখানকারই এখন ভয়াবহ পরিস্থিত। পুরো মন্দির জলমগ্ন। দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ রয়েছে তিরুমালা মন্দির। সেখানে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে জলমগ্ন হয়ে পড়েছে সেখানকার একাধিকক রাস্তা। সেখানে একাধিক জায়গায় ভূমিধসও দেখা গিয়েছে। সেখানকার বেশ কিছু রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে।