Tirumala flood: এ যেন প্রকৃতির রুদ্ররূপ, জলের তোড়ে ভাসছে তিরুমালা

Tirumala flood: এ যেন প্রকৃতির রুদ্ররূপ, জলের তোড়ে ভাসছে তিরুমালা

Published : Nov 19, 2021, 06:52 PM ISTUpdated : Nov 19, 2021, 08:13 PM IST

প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। সেই একই ছবি দেখা গেল অন্ধ্র প্রদেশেও। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। সেখানে পাহাড় থেকে হুড়মুড়িয়ে নামতে দেখা গেল জল। জলে ভাসছে তিরুমালা মন্দিরও।
 

নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভাসছে তামিলনাড়ু। সেই একই ছবি দেখা গেল অন্ধ্র প্রদেশেও। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি সেখানেও। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একাধিক অংশে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে পাহাড় থেকে হুড়মুড়িয়ে নামতে দেখা গেল জল। সেই ভয়াবহ ভিডিও উঠে এল প্রকাশ্যে। যেখানে দেখা যাচ্ছে হুড়মুড়িয়ে নামছে জল। সেই জলেই ভেসে যাচ্ছে সেখানকার রাস্তাঘাট। জলে ভাসতে গিয়েছে তিরুমালা মন্দিরও। তিরুমালা পাহাড়ের উপর অবস্থিত তিরুমালা মন্দির সেখানকারই এখন ভয়াবহ পরিস্থিত। পুরো মন্দির জলমগ্ন। দর্শনার্থীদের জন্য আপাতত বন্ধ রয়েছে তিরুমালা মন্দির। সেখানে একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে জলমগ্ন হয়ে পড়েছে সেখানকার একাধিকক রাস্তা। সেখানে একাধিক জায়গায় ভূমিধসও দেখা গিয়েছে। সেখানকার বেশ কিছু রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে।

07:41Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!
11:37সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ
10:21Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!
04:53বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব
05:46'ভারত বাবরের দেশ নয়', হুঙ্কার রামদেবের, পাল্টা তোপ তৃণমূলের শত্রুঘ্নর
07:19Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
11:06'ড্রামা করার জন্য অনেক জায়গা আছে' সংসদে শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের কড়া বার্তা মোদীর
04:36'আমাকে আঘাত করলে, সারা ভারত হিলিয়ে দেব' মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব বিজেপির!
04:0826/11 Mumbai : অভিশপ্ত মুম্বই হামলার ১৭ বছর পূর্ণ, কী বললেন উজ্জ্বল নিকম?
10:28'রামমন্দিরে না এলেও দূর থেকে ধ্বজা প্রণামেই পুণ্য' পতাকা উত্তোলন করে বার্তা মোদীর