ভোটের ৯ দিন আগে আগরতলায় ইস্তেহার প্রকাশ তৃণমূলের। আগরতলার উন্নয়নেই সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে ইস্তেহারে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে বিশেষ জোড় দেওয়া হচ্ছে।
ভোটের ৯ দিন আগে আগরতলায় ইস্তেহার প্রকাশ তৃণমূলের। আগরতলার উন্নয়নেই সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে ইস্তেহারে। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে বিশেষ জোড় দেওয়া হচ্ছে। প্রতি ওয়ার্ডে শৌচাগার নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ২টি বায়ো টয়লেট নির্মাণের প্রতিশ্রুতিও রয়েছে। ৪টি প্রধান এলেকায় বিনামূল্যে ওয়াইফাই সুবিধে দেওয়ার কথা বলা হয়েছে। বাজার ও পার্কের রক্ষণাবেক্ষণের ওপরেও জোর তৃণমূলের ইস্তেহারে। সুরক্ষায় কথা ভেবে বিশেষ ব্যবস্থার কথাও উল্লেখ রয়েছে ইস্তেহারে। ৩০০ মিটার অন্তর রাস্তায় আলো, ৩০ চৌমাথায় বাতিস্তম্ভ লাগানো হবে। শহরের ১০০ শতাংশই সিসিটিভি ক্যামেরা রাখা হবে। দিন ও রাতে নাগরিকদের সুরক্ষার জন্য টহলদারি ভ্যান চলবে শহরে। নারীদের জন্য পিঙ্ক অটো ট্যাক্সি চালানোর পরিকল্পনাও নেওয়া হবে। এছাড়াও নিকাশি ব্যবস্থার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে ইস্তেহারে।