সোমবার সকালে হায়দরাবাদে লিনগামপাল-ফলকনামার সঙ্গে কুরনুল সিটি-সেকেন্দ্রাবাদ হুন্ডরি লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। লিনগামপাল-ফলকনামার তিনটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। কুরনুল সিটি-সেকেন্দ্রাবাদ হুন্ডরি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে
সোমবার সকালে হায়দরাবাদে লিনগামপাল-ফলকনামার সঙ্গে কুরনুল সিটি-সেকেন্দ্রাবাদ হুন্ডরি লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। লিনগামপাল-ফলকনামার তিনটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। কুরনুল সিটি-সেকেন্দ্রাবাদ হুন্ডরি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধারকর্মীদের তরফে জানানো হয়েছে, এখনও বহু যাত্রী ট্রেনের মধ্যে আটকা রয়েছেন। তবে ঠিক কতজন যাত্রী আটকে পড়েছেন, সেই বিষয়ে প্রাথমিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। লোকাল ট্রেনটির চালক ইঞ্জিনের সঙ্গে খুব খারাপভাবে আটকে গিয়েছেন। যার মধ্যে তাঁকে উদ্ধারে সমস্যা দেখা দিয়েছে।