ভূস্বর্গে ফের জঙ্গি হামলা। শ্রীনগরের বারজুলায় দিনেদুপুরে চলল গুলি। পুলিশকে লক্ষ্য করে এক জঙ্গি আচমকাই গুলি চালাতে থাকে। জঙ্গির এলোপাথারি গুলিতে মৃত্যু হয় দুই পুলিশ কর্মীর। সিসিটিভিতে ধরা পড়ে সেই ছবি। ভিডিওতে দেখা যায় একজন জঙ্গি চাদরের নীচে লুকিয়ে রেখেছে একটি রাইফেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে রাইফেলটি বের করে এলোপাথারি গুলি চালাতে থাকে। ঘটনার পর থেকেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা।