নাসিকের দুই মারাঠি মহিলা রীতিমতো হাতাহাতি করলেন পিম্পলগাওঁ টোল প্লাজার সামনে।মারপিটের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
ভিডিওতে দেখা যাচ্ছে তারা একে ওপরের সাথে রীতিমতো মারপিট করছেন। এ একটা চড় কষালে অপরজন দুটো চড় কষাচ্ছে। চুল ধরে রীতিমতো চুলোচুলি কান্ড । পাশের লোকজন অবশ্য চেষ্টা করছেন তাদের থামানোর। কিন্তু মুখের কোথায় কোনো কাজই হচ্ছে না কারণ মারপিটরত দুই মহিলার কেউই ঠিক কথা শোনার মানসিকতায় নেই। ওই দুজন "মহিলা" হাওয়ায় , পাশের কোনো পুরুষও তাদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছেন না। তাই এই মারপিট থামার নামই নিচ্ছে না ।