বিক্রি হয়ে গেল 'উবার ইটস', কিনে নিলো জোমাটো

এক অল-স্টক চুক্তিতে উবার পরিচালিত খাদ্য সরবরাহকারী সংস্থা উবার ইটস অধিগ্রহণ করল অনলাইন খাদ্য বিতরণ এবং রেস্তোঁরা খোঁজার সংস্থা জোম্যাটো।
 

এক অল-স্টক চুক্তিতে উবার পরিচালিত খাদ্য সরবরাহকারী সংস্থা উবার ইটস অধিগ্রহণ করল অনলাইন খাদ্য বিতরণ এবং রেস্তোঁরা খোঁজার সংস্থা জোম্যাটো।

চুক্তির অংশ হিসাবে উবার জোম্যাটোর ৯.৯ শতাংশ অংশীদারী পাবে।

ভারতে উবার ইটস তাদের ক্রিয়াকলাপ বন্ধ করছে এবং রেস্তোঁরা, সরবরাহকারী অংশীদার এবং উবার ইটস অ্যাপের ইউজারদের জোমাটো প্ল্যাটফর্মে পাঠাবে।

তবে জোম্যাটো ভারতের উবার ইটস দলকে গ্রহণ করবে না। এর অর্থ প্রায় ১০০ জন কার্যনির্বাহি কর্মকরতা হয় উবারের অন্যান্য কোনও ক্ষেত্রে স্থানান্তরিত হবেন বা কর্মহীন হয়ে পড়বেন।

এই চুক্তিটি হল, জোম্যাটো তাদের বিদ্যমান বিনিয়োগকারী সংস্থা অ্যান্ট ফিনান্সিয়াল, যারা আলিবাবা সংস্থার সহযোগী, তাদের কাছ থেকে ৩ বিলিয়ন ডলার মূল্যায়নে ১৫০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের একদিন পরই, এমনটাই জানানো হয়েছে পিটিআইয়ের এক প্রতিবেদনে।

প্রত্যাশা করা হচ্ছে জোম্যাটো এবং উবার ইটস ইন্ডিয়ার সম্মিলিত এই সংস্থা ৫০ থেকে ৫৫ শতাংশ বাজার দখল করে, অর্ডারের সংখ্যা এবং মান বিবেচনায় সুইগির তুলনায় এগিয়ে যাবে।

উবার খাদ্য সরবরাহের ব্যবসায় এসেছিল ২০১৭ সালে, ততদিনে সুইগি এবং জোম্যাটো একচেটিয়াভাবে বড় রেস্তোঁরা এবং চেইনের সঙ্গে অংশিদারী গড়ে ফেলেছিল।
 

03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?04:53Abhijit Ganguly : 'বাইসেপ দেখিয়ে ভয় দেখানো যাবে না' মোদীর সামনেই হুঙ্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের04:05পুষ্পা 2 দেখতে এসে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু, গ্রেফতার আল্লু অর্জুন