উত্তরপ্রদেশে জোর কদমে চলছে প্রচার। নির্বাচনের শেষ পর্যায়ের প্রচার শুরু হয়েছে উত্তরপ্রদেশে। নির্বাচনে জয় লাভের আশায় মন্দিরে মন্দিরে চলছে পূজার্চনা। সাধারণ মানুষের কাছেও পৌঁছিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
বেজে গিয়েছে উত্তরপ্রদেশ ভোটের দামামা। পাখির চোখ এখন উত্তরপ্রদেশ নির্বাচন। উত্তরপ্রদেশ নির্বাচন যত এগিয়ে আসছে প্রতিদিনই নানান নতুন ঘটনা সামনে আসছে। উত্তরপ্রদেশে জোর কদমে চলছে প্রচার। নির্বাচনের শেষ পর্যায়ের প্রচার শুরু হয়েছে উত্তরপ্রদেশে। নির্বাচনে জয় লাভের আশায় মন্দিরে মন্দিরে চলছে পূজার্চনা। সাধারণ মানুষের কাছেও পৌঁছিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কাশীর সঙ্কটমোচন মন্দিরে চলেছে পুজো। প্রতাপগড়ের কুণ্ডার বর্তমান বিধায়ক সেখানে যান পুজো দিতে। জনসত্তা লোকতান্ত্রিক দলের প্রার্থী রঘুরাজ প্রতাপ সিং। 'রাজা ভাইয়া' নামেই তাঁকে চেনে অধিকাংশ মানুষ। তিনি এদিন পুজো দেন সঙ্কটমোচন মন্দিরে। শুক্রবার প্রতাপগড়ের কুণ্ডার বর্তমান বিধায়ক রঘুরাজ প্রতাপ সিং এবং জনসত্তা লোকতান্ত্রিক দলের প্রার্থী 'রাজা ভাইয়া' কাশীর সঙ্কটমোচন মন্দিরে যান। অধিকাংশ মানুষই তাঁকে রাজা ভাইয়া বলেই চেনে। রাজা ভাইয়া সংকট মোচন মন্দিরে হনুমানজির কাছে মত মস্তকে প্রণাম করেন এবং হনুমানজির কাছ থেকে নির্বাচনে জয়ের আশীর্বাদও নেন।