ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তরপ্রদেশ নির্বাচন। ৩ মার্চ রয়েছে গোরক্ষপুরে নির্বাচন। গোরক্ষপুরে নির্বাচনের আগে জোর কদমে চলছে প্রস্তুতি। গোরক্ষপুরে কোন দলের চাহিদা বেশি, জানাচ্ছেন এক দর্জি। ভোটযুদ্ধে পোশাক বানাচ্ছে মটকু অ্যান্ড টেলার্স।
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তরপ্রদেশে শুরু বিধানসভা নির্বাচন। ১০ ফেব্রয়ারি প্রথম দফা নির্বাচন উত্তরপ্রদেশে। মোট ৭ দফায় নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন সকলে। উত্তরপ্রদেশ কি ফের যোগীর দখলে যাবে সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন সকলে। বুধবার সকাল থেকেই সাজো সাজো রব সেখানে। ৩ মার্চ রয়েছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে নির্বাচন। গোরক্ষপুরে নির্বাচনের আগে জোর কদমে চলছে প্রস্তুতি। গোরক্ষপুরে কোন দলের চাহিদা বেশি, জানাচ্ছেন এক দর্জি। ভোটযুদ্ধে পোশাক বানাচ্ছে মটকু অ্যান্ড টেলার্স। গোরক্ষপুরে মোদী যেমন পোশাক পরেন তার চাহিদা সবথেকে বেশি। মোদী ছাড়াও অখিলেশ যাদবের শর্ট কাট কুর্তার চাহিদা বেশি। মোদীর যারা সমর্থক তাঁদের মধ্যে মোদীর পোশাকের চাহিদা বেশি অন্যদিকে অখিলেশ যাদবের শর্ট কাট কুর্তার চাহিদাও মোদীর থেকে কোনও অংশে পিছিয়ে নেই বলেই ডানাচ্ছেন এই দর্জি। কার পাল্লা সেখানে ভারি এবং কোন দল সেখানে জয়ী হয় সেটাই দেখার।