ব্যাপক ভূমিধসে জম্মুর সঙ্গে শ্রীনগরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। ১৪ নভেম্বর থেকে কোনও গাড়ি জম্মু থেকে শ্রীনগরে যেতে পারছে না। এছাড়াও কাশ্মীরের রামবান জেলায় গত সপ্তাহে এবএইচ ৪৪ এ একাধিক ভূমিধসের খবর পাওয়া গিয়েছে।
ব্যাপক ভূমিধসে জম্মুর সঙ্গে শ্রীনগরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। ১৪ নভেম্বর থেকে কোনও গাড়ি জম্মু থেকে শ্রীনগরে যেতে পারছে না। এছাড়াও কাশ্মীরের রামবান জেলায় গত সপ্তাহে এবএইচ ৪৪ এ একাধিক ভূমিধসের খবর পাওয়া গিয়েছে। এনএইচ ৪৪ এ যান পরিষেবা ব্যাহত হচ্ছে। যার জেরে কাশ্মীরের বেশ কিছু অঞ্চল একপ্রকার বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। সেনা আধাকিরকদের সাহায্যে ভূমিধসগুলো সরিয়ে রাস্তা ঠিক করার কাজ শুরু হয়েছে। কিন্তু ভূমিধসের ভয়াবহতা এতটাই বেশি, কবে যান পরিষেবা স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না।