৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস। বায়ুসেনার পরাক্রম নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হল। তাতে রয়েছে বালাকোট বিমান হামলার ঘটনাও। কীভাবে উড়ে গিয়েছিল মিরাজ? কীভাবে হয়েছিল এয়ারস্ট্রাইকের পরিকল্পনা? কীভাবেই বা মিরাজের রেডারে জইশ ঘাঁটি জুম করে দেখে হামলা চালানো হয়েছিল রাতের অন্ধকারে - সেইসব রোমহর্ষক মুহূর্ত উঠে এসেছে এই ভিডিওতে।