নভেম্বর থেকেই এবার তুষারপাত শুরু হয়েছে হিমাচলপ্রদেশ জুড়ে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে শৈলরানি সিমলা। আর তুষার ঘেরা এই সিমলাতেই এবার শুরু হল 'সন্ত উৎসব'। ২৯ বছর পর এই উৎসবের আয়োজন করা হয়েছে সিমলাতে। স্থানীয় গ্রামবাসীরাই রয়েছেন প্রধান ভূমিকায়।
নভেম্বর থেকেই এবার তুষারপাত শুরু হয়েছে হিমাচলপ্রদেশ জুড়ে। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে শৈলরানি সিমলা। আর তুষার ঘেরা এই সিমলাতেই এবার শুরু হল 'সন্ত উৎসব'। ২৯ বছর পর এই উৎসবের আয়োজন করা হয়েছে সিমলাতে। স্থানীয় গ্রামবাসীরাই রয়েছেন প্রধান ভূমিকায়। সন্ত উৎসব কথাটির অর্থ হল শুদ্ধির উৎসব। পাশাপাশি স্থানীয় খন্ত দেবতার মন্দির পুজো দিতে ভিড় করেছেন স্থানীয়রা। এলাকায় শান্তি ও সমৃদ্ধির জন্য এই পুজোর আয়োজন করেন স্থানীয়রা। সন্ত উৎসব ঘিরে এখন হইহই রব সিমলাতে। বরফের মধ্যেই পুরনো ঐতিহ্য মেনে নাচ-গানে মেতেছেন স্থানীয়রা।