অফিস টাইমে ট্রেনে ভিড়ের ছবি হামেশাই দেখা যায়। সেই সময়ে চলন্ত ট্রেন থেকে নামতেও দেখা যায় অনেককেই। এবার সেই ছবিই উঠে এসেছে সোশ্যাল মিডায়ার হাত ধরে। কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল একটি ভিডিও শেয়ার করেন। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ট্রেন থেকে নামতে গিয়ে এক ব্যক্তি ট্রেনের নীচে চলে যাচ্ছিল। যেখান থেকে রেল পুলিশের একজন তাঁকে বাঁচায়। হাওড়া স্টেশনে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। রেল পুলিশের হাত ধরেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় সেই যাত্রী। এই ভিডিও শেয়ার করেই মানুষকে আরও বেশি সচেতন হওয়ার অনুরোধ করেছেন রেল মন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন কোনও যাত্রীরই চলন্ত ট্রেন থেকে নামা উচিত নয়।