অবশেষে প্যাংগং হ্রদের তীর থেকে সরছে চিনা সেনারা। একটি ভিডিওর হাত ধরে উঠে এল সেই ছবি। দোপসাং নিয়ে তবে কোনও সিদ্ধান্তে আসা যায়নি। এমনটাই এখন পর্যন্ত জানা গিয়েছে। সেনা সরানোর ৪৮ ঘন্টার মধ্যে একটি বৈঠক হবে। বৈঠক হবে ভারত ও চিনের কমান্ডর স্তরের মধ্যে। শুধু চিনই নয় সেনা সরাচ্ছে ভারতও। প্যাংগং থেকে ট্যাঙ্কার সরিয়ে নিয়েছে দুই দেশই।