দীপাবলি সামনে। এখন আলোর রোশনাইয়ে সেজে উঠবে সারা দেশ। মুম্বইয়ের একটি আশ্রমের অটিস্টিক মহিলারা নিজেদের হাতে প্রদীপ তৈরি করছেন।
দীপাবলি সামনে। এখন আলোর রোশনাইয়ে সেজে উঠবে সারা দেশ। মুম্বইয়ের একটি আশ্রমের অটিস্টিক মহিলারা নিজেদের হাতে প্রদীপ তৈরি করছেন। সেই প্রদীপের আলোয় সেজে উঠবে মুম্বই-সহ ভারতের বিভিন্ন প্রান্ত। বেশ কয়েক বছর ধরেই তাঁরা এই প্রদীপ তৈরি করে সুখ্যাতি পেয়েছেন। ইতিমধ্যে অনেকেই এই প্রদীপ নেওয়ার জন্য অর্ডার দিয়ে গেছেন। এই প্রদীপের আলো মনের অন্ধকার দূর করবে বলে মত আশ্রমের অটিস্টিক মহিলাদের।