তামিলনাড়ুর বেবি সারা সি-এর বয়স মাত্র ৬। কিন্তু এই বয়সেই সে বিশ্বের সর্বকনিষ্ঠ জিনিয়াস হিসেবে পরিচিত হচ্ছে। কারণ এই বয়সেই সে চোক বাঁধা অবস্থায় অতি দ্রুত রুবিক্স কিউব সমাধান করতে পারে। সেই সঙ্গে আবার কবিতাও আবৃত্তি করে সে। বুধবার (২২ নভেম্বর) তামিলনাড়ু কিউব অ্যাসোসিয়েশনের উদ্যোগে চেন্নাইয়ের ভেলাম্মাল বিদ্যালয়ে বিশ্বরেকর্ড করার চেষ্টা করে। এদিন মাত্র ২ মিনিট ৭ সেকেন্ড সময়েই সে রুবিক্স কিউবের সমাধান করে ফেলে। সঙ্গে বিখ্যাত তামিল কবি বৈরামুথুর কবিতাও আবৃত্তি করে। এদিনের ভিডিও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে স্বীকৃতির জন্য পাঠানো হবে।