কলকাতার রেড রোডের কার্নিভ্যালের মতই লন্ডনে হল 'টেমস দুর্গা প্যারেড'। হেরিটেজ বেঙ্গল গ্লোবাল দ্বারা আয়োজিত হয় কার্নিভ্যাল । একটি বোটে করে টেমস নদীতে এই 'টেমস দুর্গা প্যারেড' আয়োজিত হয় ।
কলকাতার রেড রোডের কার্নিভ্যালের মতই লন্ডনে হল 'টেমস দুর্গা প্যারেড',। হেরিটেজ বেঙ্গল গ্লোবাল দ্বারা আয়োজিত হয় কার্নিভ্যাল । একটি বোটে করে টেমস নদীতে এই 'টেমস দুর্গা প্যারেড' আয়োজিত হয় । মিডল্যান্ডস বেঙ্গলি অ্যাসোসিয়েশন, বার্মিংহাম এবং বাঙালি সংস্কৃতি সংঘ, পিটারবরোর মত সংঘটন ও দুর্গা প্রতিমার কাটআউট নিয়ে এই কার্নিভ্যালে যোগদান করে । ঢাক ও কাসোরের তালে নাচ করলেন মহিলারা ।