আবারও অভিযোগে নাম জড়াল তৃণমূল নেতার। এবার শ্লীলতাহানির অভিযোগে জুতো পেটা করা হল এক তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে রাজারহাটের দোশদ্রন এলাকায়। সেখানকারই বাসিন্দা বুদ্ধদেব দাস। অভিযোগ এই তৃণমূল নেতা দীর্ঘদিন ধরে এলাকারই এক মহিলাকে উত্তক্ত করছিল। ওই মহিলাকে ফোন করে এবং এসএমএস করেও উত্ত্যক্ত করত ওই ব্যক্তি। আর সেই কারণেই মঙ্গলবার ওই ব্যক্তিকে মারধর করে এলাকার মহিলারাই। এলাকার মহিলারা একত্রিত হয়ে তাকে বেঁধে জুতাপেটা করে। পরে পুলিশ এসে সামাল দেয়। উদ্ধার করে বাগুইআটি থানার পুলিশ নিয়ে যায় তাঁকে।