২০১৭ সালে চলছিল বিমল গুরুংয়ের তল্লাশি আভিযান। সেখানে গিয়েই মৃত্যু হয় অমিতাভ মালিকের। তার পরে দীর্ঘ তিন বছর আত্মগোপন করেছিলেন তিনি। আত্মগোপনের সময় ভিডিও একাধিকবার ভিডিও বার্তাও দিয়েছেন তিনি। অবশেষে বুধবার কলকাতার সল্টলেকের গোর্খা ভবনের সামনে দেখা গেল তাঁকে। ওই দিন গোর্খা ভবনে একটি প্রেস মিট করার কথা ছিল তাঁর। আর সেখানে এসেই ফিরে যেতে হল তাঁকে। গোর্খা ভবনের ভিতরে ঢুকতে পারেননি তিনি। গেট থেকেই ফিরিয়ো দেওয়া হয় তাঁকে। তবে তিনি এখনও কলকাতাতেই আছেন বলে জানা যাচ্ছে।