নারদ কান্ডে শুনানির কথা ছিল ১৯ মে। আপাতত প্রসিডেন্সি জেলেই রয়েছেন ৪ হেভিওয়েট রাজনীতিবিদ। যাদের মধ্যে রয়েছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র। বুধবার শুনানি শেষেও জামিন হল না ৪ হেভিওয়েটের। আরও একদিন জেলে সুব্রত-ফিরহাদ-মদন ও শোভন। বৃহস্পতিবার কী জামিন হতে পারে তাঁদের। এই নিয়েই এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।