সেন্ট জোসেফ স্কুলের ছাত্রের আত্মহত্যা নিয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। স্কুলের পাশাপাশি কেন ছাত্রদের এই পরিণতি হচ্ছে, তা জানতে ছাত্রদের মন বোঝার কথা বললেন পরিবারকেও । শিক্ষামন্ত্রীর মতে, শুধু স্কুলে বিক্ষোভ দেখালেই এই সমস্যার সমাধান হবে না।
সেন্ট জোসেফ স্কুলের ছাত্রের আত্মহত্যা নিয়ে এবার মুখ খুললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। স্কুলের পাশাপাশি কেন ছাত্রদের এই পরিণতি হচ্ছে, তা জানতে ছাত্রদের মন বোঝার কথা বললেন পরিবারকেও । শিক্ষামন্ত্রীর মতে, শুধু স্কুলে বিক্ষোভ দেখালেই এই সমস্যার সমাধান হবে না। কদিন আগেই স্কুলে পড়ার চাপে আত্মহত্যা করে দশম শ্রেণির ছাত্র তুরীন বন্দ্যোপাধ্যায়। এদিন ছাত্রের আত্মহত্যা নিয়ে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তুরীনের মত্যুতে প্ল্যাকার্ড নিয়ে স্কুলে আসে তার সহপাঠীরা । যাদের মধ্য়ে অনেকেই জানায়, শেষ দিনেও বন্ধুদের উদ্বুদ্ধ করে গেছে তুরীন। গত শুক্রবার মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তুরীন। এদিন বিক্ষোভকারীরা জানান, আত্মহত্য়ার চিঠিতে পড়াশোনার চাপের কথা উল্লেখ করেছিল তুরীন। ছাত্রের সহপাঠীরা জানায়, পুজোয় সময় কাটাতে গিয়ে স্কুলের টাস্ক করতে পারেননি অনেকে। যার জন্য স্কুল খুলতেই বকুনি খেতে হয় ছাত্রদের।