ফের রেষারেষি করতে গিয়ে বাসের ধাক্কায় মৃত্যু হলো বাইক আরোগী পঁচিশ বছরের যুবকের। আহত আরও এক যুবক। সেই দুর্ঘটনা ঘিরেই রণক্ষেত্রে চেহারা নিল মোমিনপুরের রিমাউন্ট রোড। দুর্ঘটনার পরেই উত্তেজিত জনতা পর পর তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। আরও তিন বাসে ভাঙচুর চালায় তারা। বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে উত্তেজিত জনতা। দমকল বাহিনী এসে জ্বলন্ত বাসগুলির আগুন নেভায়। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান পুলিশকর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এ দিন বেলা একটা নাগাদ কাঁটাপুকুরের কাছে রিমাউন্ট রোডে ১২সি/১ রুটের একটি বেসরকারি বাসের ধাক্কায় বাইক আরোহী ওই যুবকের মৃত্যু হয়। মৃতের নাম অনিল কুমার বর্মণ। ওই বাইকে থাকা অনিলের আরও এক বন্ধু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই রুটের দু'টি বাস রেষারেষি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। এর পরেই ওই রাস্তা দিয়ে যাওয়া তিনটি বাস থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।