এশিয়ানেট নিউজ শারদ সম্মানে অংশ গ্রহণের শেষ তারিখ ১০ সেপ্টেম্বর। ১৫ তারিখে প্রকাশ হবে অংশগ্রহণকারী পুজো কমিটিগুলির নাম। ২০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রথম বাছাই-এ স্থান পাওয়া পুজো কমিটিরগুলির নাম। দ্বিতীয় বাছাই পর্ব ২৪ সেপ্টেম্বর।
এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-এ অংশ নিতে রেজিস্টেশন ফর্ম সংগ্রহ করুন এখানে
২৮ সেপ্টম্বর প্রকাশিত হবে ২০টি করে পুজো কমিটি-র নাম। ১ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত ১৫ টি পুজো-র নাম। এই ১৫টি করে পুজোর গুণমান এবং তাদের পরিবেশনা বিচার-বিবেচনা করে বেছে নেওয়া হবে পুজোর সেরা ১০ এবং সেরা-র সেরা-কে। এছাড়াও বিশেষ সম্মানে থাকছে এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯।