১২ এপ্রিল বালিগঞ্জ পুরসভায় উপনির্বাচন। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার সারেন তিনি। প্রচারের মাঝেই ফুটবলও খেলেন বাবুল সুপ্রিয়। এলগিনরোডে ফুটবল খেলতে দেখা যায় তাঁকে।
১২ এপ্রিল বালিগঞ্জ (Ballygunge) পুরসভায় উপনির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে প্রচার সারেন তিনি। প্রচারের মাঝেই ফুটবলও খেলতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)। এলগিনরোডে ফুটবল খেলতে দেখা যায় তাঁকে। ম্যাডক্স স্কয়ারে গিয়েও বেশ কিছুক্ষণ সময়ও কাটান তিনি। সেখানে গিয়ে একজনের বাড়িতে খাওয়াদাওয়াও করেন তিনি। বালিগঞ্জ ম্যান্ডেভিলা গার্ডেনের গ্রাউন্ড ফ্লোরে সাংগঠনিক মিটিং সারেন বাবুল সুপ্রিয়। এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। সেখানে খালি গলায় গান গাইতেও শোনা যায় তাঁকে। রবিবার বালিগঞ্জ ম্যাডাস্কোয়ারের ৬৮ নম্বর ওয়ার্ডে হোলির একটি অনুষ্ঠানে গিয়ে সস্ত্রীক খাওয়া-দাওয়া করেন বাবুল সুপ্রিয়। সেখানকার মানুষদের সঙ্গে কথাও বলেন বাবুল। সাধারণ মানুষের অসুবিধার কথা শোনেন বাবুল সুপ্রিয়। প্রচারের ফাঁকেই দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিঁধচতে ছাড়েননি তিনি। দিলীপ ঘোষকে সার্কাসের নানান ক্যারেকটর বলতেও ছাড়েননি বাবুল।