বাংলা পক্ষর উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে টালিগঞ্জের রাস্তায় বীর সুভাষের নামাঙ্কিত ট্যাবলো

বাংলার সুভাষ ট্যাবলো স্থান পায়নি দিল্লির প্রজাতন্ত্র দিবসে। প্রতিবাদে বীর সুভাষের নামাঙ্কিত ট্যাবলো শোভাযাত্রা বাংলা পক্ষর। ট্যাবলো শোভাযাত্রা শুরু হয় টালিগঞ্জের নেতাজি নগরে। বীর সুভাষের মূর্তিতে মাল্যদান করে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক। এই শোভাযাত্রা করে তিনি একাধিক দাবিও তোলেন।
 

২৬ শে জানুয়ারি ভারতীয় যুক্তরাষ্ট্রের সাধারণতন্ত্র দিবসে বাংলা পক্ষর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তীর নেতৃত্বে বীর সুভাষের নামাঙ্কিত ট্যাবলো শোভাযাত্রা হয়। ট্যাবলো শোভাযাত্রা শুরু হয় টালিগঞ্জের নেতাজিনগরে বীর সুভাষের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে, শোভাযাত্রা শেষ হয় সুভাষ চন্দ্র বসুর পৈত্রিক ভিটা কোদালিয়ায়। শোভাযাত্রায় উপস্থিত ছিল বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, ডঃ অরিন্দম বিশ্বাস, অমিত সেন, সোয়েব আমিন এবং জেলা নেতৃত্ব কুষ্ণাভ মন্ডল, অভিজিৎ কুন্ডু, অরুন সেন সহ অন্যান্যরা। ট্যাবলো মিছিলে বাঙালির অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাধারণতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে বাংলা পক্ষ। ভারতে কেন বারবার বঞ্চিত হবে ভারতের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরানো বাঙালি জাতি?কেন বারবার অপমানিত বাঙালির শ্রেষ্ঠ সন্তানরা? বাঙালি বিপ্লবীদের প্রাপ্য সম্মান চাই। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে বাংলা পক্ষর দাবি- ভারতীয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বাঙালি রেজিমেন্ট চাই, সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ চাই।

04:10Kolkata : এরা মুক্তিযোদ্ধা! মুখে নেই হিংসার সমালোচনা! শুধুই দুষলেন ভারতীয় মিডিয়াকে03:39Vijay Diwas 2024 : অশান্ত বাংলাদেশ! মহাসমারোহে ৭১-এর বিজয় দিবস পালন কলকাতার ফোর্ট উইলিয়ামে09:19'ফিরহাদ হাকিম সুরাবর্দীর স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইছে' ক্ষোভ উগরে যা বললেন শমীক ভট্টাচার্য07:16Suvendu on Firhad : 'ভয়ঙ্কর কথা, বাংলাদেশ বানানোর চেষ্টা করছে' ফিরহাদকে পাল্টা শুভেন্দুর02:46Firhad Hakim : আজ আমরা সংখ্যালঘু, উপরওয়ালার আশীর্বাদে আমরা একদিন সংখ্যাগুরু হব : ফিরহাদ04:46'পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ভুয়ো ভোটার' বিস্ফোরক অভিযোগ করলেন সুকান্ত মজুমদার03:09Kolkata : বড় মোড়! ভ্যাটে যুবতীর কাটা মুণ্ডু! কোথায় দেহের বাকি অংশ? গ্রেফতার জামাইবাবু10:59'এই ব্যর্থতার দায় CBI কেই নিতে হবে', সন্দীপ ঘোষ জামিন পেতেই ক্ষোভ উগরে দিলেন অনিকেতরা05:01সন্দীপ-অভিজিতের জামিনে কতটা দায়ী CBI? দেখুন কী বলছেন সুকান্ত মজুমদার03:00RG Kar কাণ্ডে সন্দীপ-অভিজিতের জামিন, ক্ষোভ উগরে যা বললেন ডাক্তারদের একাংশ
Read more