দিল্লিতে বাঙালিকে বাংলাদেশি বলার প্রতিবাদ কলকাতায়। ২২ এপ্রিল বাংলা পক্ষ-এর তরফে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এদিন রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায় বাংলা পক্ষর সদস্যদের। রানুছায়া মঞ্চে একটি প্রতিবাদী জমায়েত করা হয়।
দিল্লিতে বাঙালিকে বাংলাদেশি বলার প্রতিবাদ কলকাতায়। ২২ এপ্রিল বাংলা পক্ষ-এর তরফে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এদিন রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায় বাংলা পক্ষর সদস্যদের। রানুছায়া মঞ্চে একটি প্রতিবাদী জমায়েত করা হয়। হাজরা থেকে শুরু হয়ে বাংলা পক্ষর এই মিছিলটি। মিছিলটি গিয়ে শেষ হয় অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর সামনে। আদালতের নির্দেশ থাকা স্বত্বেও দিল্লীতে বাঙালিদের উপর বর্বর আক্রমণ নেমে এসেছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বাঙালিদের সম্পত্তি। ধ্বংস করা হয়েছে দোকান, বাসস্থান, রুজিরুটির শেষ সম্বলটুকুও। ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে শুধুমাত্র বাঙালিদের উপর এই অত্যাচার সংগঠিত হয়েছে। বাংলায় কথা বলার অপরাধে বাঙালিকে বাংলাদেশী হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। এই আক্রমণে বহু বাঙালি সর্বস্বান্ত হয়েছেন তাদের উপর নেমে এসেছে চরম দুরবস্থা। একই ভাবে এই আক্রমন বাঙালি জাতির কাছে চূড়ান্ত অপমানের। বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। দাগিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশি বলে।