কলকাতায় শুরু হয়ে গেল বসন্ত উৎসব। এদিন বসন্ত উৎসবে ব়্যাম্প ওয়াকও করতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার। তিনি সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন। ময়দানে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়।
চারপাশের মনোরম পরিবেশ জানান দিচ্ছে 'বসন্ত এসে গেছে'। আর এই বসন্ত কাল মানেই রঙ দোল। রঙদোলে বসন্ত উৎসবে মেতে ওঠে সকলে। আবির থেকে শুরু করে রঙ খেলায় মেতে ওঠে সকলে। হাতে আর মাত্র কটা দিন তারপরেই রঙদোল। ১৮ এবং ১৯ মার্চ শুক্রবার এবং শনিবার রয়েছে দোল উৎসব। বহু জায়গায় এই দুদিনই রঙ খেলা হয়। তবে বসন্ত উৎসব অনেক জায়গায়ই রঙ দোলের আগেই হয়ে যায়। শনিবার কলকাতায় শুরু হয়ে গেল বসন্ত উৎসব। এদিন বসন্ত উৎসবে ব়্যাম্প ওয়াকও করতে দেখা গেল অনেকেই। এছাড়াও আরও নানান অনুষ্ঠানের অয়োজন ছিল সেখানে। তৃণমূলের ছাত্র নেতারাই এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। তিনি সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন। রঙ দোলের এই উৎসবেও ইউক্রেনে যে হিংসা চলছে সেই কথা তুলে ধরেন এবং বলেন এই সব বন্ধ করতে হবে। এদিন ময়দানে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়।