অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবসে বিজেপির রাজ্য সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে রাহুল সিন্হাকে ফুচকা খাওয়ালেন সব্যসাচী দত্ত।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৫ তম জন্মদিবস দেশজুড়ে পালিত হচ্ছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। এরাজ্যেও বিজেপির সদর দফতরে আয়োজিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের। হাজির ছিলেন রাজ্য বিজেপির ছোট-বড় সব মাপের নেতৃত্বও। ফুচকা খেতে ভাল বাসতেন সদা হাস্যময় অটলজী। সেইজন্য বিজেপি সদর দফতরের বাইরে ছিল ফুচকা খাওয়ার আয়য়োজন। আর সেখানেই একেবারে অন্য মেজাজে পাওয়া গেল রাজ্য বিজেপির দুই নেতাকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত নিজে হাতে ফুচকা খাইয়ে দিলেন রাহুল সিন্হাকে।