সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রকৃত সত্য তুলে ধরতে এবার পথে নামল পদ্ম শিবির। বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং ভূপেন বসু অ্যাভিনিউ হয়ে শ্যামবাজার পাঁচা মাথার মোড়ে শেষ হয় মিছিল। সেখানে জনসভা করেন নাড্ডা।
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রকৃত সত্য তুলে ধরতে এবার পথে নামল পদ্ম শিবির। বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় মিছিল। গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং ভূপেন বসু অ্যাভিনিউ হয়ে শ্যামবাজার পাঁচা মাথার মোড়ে শেষ হয় মিছিল। সেখানে জনসভা করেন নাড্ডা।
এদিনের মিছিল ছিল সিএএ-নিয়ে মোদী সরকারকে ধন্যবাদ জানাতে, তাই নাম দেওয়া হয়েছিল অভিনন্দন যাত্রা। মিছিলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি ছিলেন রাহুল, সিন্হা, মুকুল রায় সহ দলের ছোট-বড় সব স্তরের নেতারাই। ছিলেন লকেট চট্টোপাধ্যা, দেবশ্রী চৌধুরীরাও।
নয়া নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে পথে নেমেছে তৃণমূল। শহরে একাধিক পদযাত্রাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। তার পাল্টা হিসাবেই এদিনের মিছিলের আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে।