১২ এপ্রিল উপনির্বাচন বালিগঞ্জ বিধানসভায়। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পেশ বাবুল-এর। সকাল সকাল দিদির শুভেচ্ছা পেয়েছি, জানালেন বাবুল।
১২ এপ্রিল উপনির্বাচন বালিগঞ্জ (Ballygunge) বিধানসভায়। বালিগঞ্জ থেকে তৃণমূল প্রার্থী (trinamool candidate) বাবুল সুপ্রিয়। ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সেই ছবি আগেই ধরা পড়েছে। প্রচারের ফাঁকে কখনও তাঁকে দেখা গিয়েছে ফুটবল খেলতে। কখনও আবার প্রচার ফাঁকেই সস্ত্রীক খাওয়াদাওয়া করতেও দেখা গিয়েছে। জনসংযোগ বাড়াতে মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন বাবুল। সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পেশ করলেন বাবুল সুপ্রিয়। তাঁর সঙ্গে দেখা গিয়েছে তাঁর দলের কর্মী এবং সমর্থকদেরও। সকাল সকাল দিদির শুভেচ্ছা পেয়েছি, জানালেন বাবুল। সকাল সকাল দিদির শুভেচ্ছা নিয়েই মনোনয়ন পেশ করেছেন বাবুল। নিজের জয় নিয়ে তিনি যে বেশ আশাবাদী এদিন তাঁর কথা শুনে তা বেশ বোঝা গিয়েছে। মনোনয়ন পেশ করতে গিয়ে তিনি এও জানিয়েছেন এতদিন ওই দলে খেলেছিলাম এবার এই দলে খেলব। আগে যত গোল করেছি এই দলে আরও বেশি গোল করব বলেও জানিয়েছেন বাবুল।