নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টা বঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা। মেঘের সঙ্গে কুয়াশায় ঢাকবে চারপাশ। কলকাতায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৮.৬ ডিগ্রি। আগামী চারদিন বঙ্গে তাপমাত্রা শুষ্ক থাকবে।
এবার জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা বঙ্গে। নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা, জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টা বঙ্গে মেঘলা আকাশের সম্ভাবনা। মেঘের সঙ্গে কুয়াশায় ঢাকবে চারপাশ। কলকাতায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৮.৬ ডিগ্রি, জানাল আলিপুর আবহাওয়া দফতর। ভোরের দিকে তবে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এখন তবে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি তাপমাত্রা রয়েছে বলেই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী চারদিন বঙ্গে তাপমাত্রা শুষ্ক থাকবে। প্রসঙ্গত, জাওয়াদের জেরে টানা বৃষ্টি হচ্ছিল বঙ্গে। শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল এই নিম্নচাপই। জাওয়াদের রেশ কাটতে না কাটতেই আবারও নীম্নচাপের ভ্রূকুটি দেখা দেয় বঙ্গে, যায় জেরে তাপমাত্রাও বেশ কিছুটা বেশি ছিল বঙ্গে। তবে এবার জাঁকিয়ে পড়তে পারে শীত। বঙ্গে রাতের দিকে তাপমাত্রা বেশ কিছুটা নামার আশঙ্কা।