প্রকাশ্য জনসভায় সিপিআইএম-কে কুকুরের সঙ্গে তুলনা। সিপিআইএম-কে কুকুরের সঙ্গে তুলনা করলেন নারায়ণ গোস্বামী। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিআইএম-এর মাথায় ঘা হয়ে গিয়েছে বলতে শোনা গিয়েছে তাঁকে। এনিয়ে তিনি অবশ্য জানান, 'সিপিএম-কে আমি কুকুর বলিনি'। উদাহরণস্বরূপ তিনি এই কথা বলেছেন বলেই জানান নারায়ণ গোস্বামী। এই কথায় পাল্টা জবাব দিতে ছাড়েননি সিপিআইএম নেতা সত্যসেবী কর।
রবিবার অশোকনগর পৌরসভার ১ এবং ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সিপিএমের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিধায়ক বলেন সিপিএমের অবস্থা কেমন জানেন? বলেই একটু থেমে গিয়ে তিনি বলেন "মাফ করবেন,আমি "উপমা,, দেওয়ার জন্য বলছি - এটা একটি গল্প - আমি ওই রাজনৈতিক দলকে বলছি না।এই বলেই বিধায়ক একদম গল্পের ঢঙে বলতে শুরু করলেন- "দেখবেন কুকুরের পায়ে বা পিঠে ঘা হলে নিজেই চেটে চেটে সারিইয়ে কিন্তু মাথায় ঘা হলে তা আর ঠিক করতে পারে না তারপরে মারা যায়।আর বামফ্রন্ট নামে বস্তুর ২০১১ সালের পর তাদের মাথায় ঘা হয়েছে এ আর বাঁচবে না। এই নিয়ে জনসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও একই কথা জানিয়ে বিধায়ক নারায়ন গোস্বামী জানান তিনি সিপিআইএমকে কুকুর বলেননি উদাহরণস্বরূপ একটি গল্প বলেছেন মাত্র। এই প্রসঙ্গে সিপিআইএমের অশোকনগরে প্রাক্তন বিধায়ক তথা বামফ্রন্টের নেতা সত্যসেবী কর বলেন যে যার রুচি সংস্কৃতি অনুযায়ী বক্তব্য রাখেন - কথা বলেন।আমি ওনাকে বলবো "উনি তো এখানে নতুন, এইখানকার যারা তৃণমূলের নেতা আছেন তারা ওনাকে একটু সৎ পরামর্শ দিক কারণ এটা অশোকনগরের সংস্কৃতি নয়। এইভাবে একটি তুলনা টানা তাতে তৃণমূলের দৈন্যতাকেই তিনি প্রকাশ করছেন। পাশাপাশি তিনি বিধায়কের নাম না করে কটাক্ষের সুরে বলেন আমরা যদি মরেই যাই তাহলে মৃতপ্রায় একটি দলকে নিয়ে ওনার এত উৎকণ্ঠা কিসের।
Oct 09 2024, 10:47 AM IST
Oct 03 2024, 12:10 PM IST
Oct 02 2024, 06:28 PM IST
Oct 01 2024, 12:13 AM IST
Sep 30 2024, 10:26 AM IST
Sep 29 2024, 12:20 PM IST
Sep 28 2024, 11:52 AM IST
Sep 25 2024, 10:35 AM IST
Oct 18 2023, 03:29 PM IST
Oct 15 2023, 05:24 PM IST
Jun 26 2023, 04:53 PM IST
Jun 22 2023, 11:13 PM IST
Jun 15 2023, 11:51 AM IST
Aug 01 2024, 10:39 AM IST
Jul 31 2024, 10:43 AM IST
Jul 30 2024, 10:34 AM IST
Jul 22 2024, 10:19 AM IST