মহম্মদ আলি পার্কের প্রাণকেন্দ্রে মণ্ডপ তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। যে জায়গায় এই মন্ডপ তৈরি করা হয়েছে সেই জায়গায় যদি অতিরিক্ত দর্শনার্থী দের ভিড় হলেই একটা বড় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে।
কলকাতার বড় পুজোগুলির অন্যতম মহম্মদ আলি পার্কের পুজো | মহম্মদ আলি পার্কের প্রাণকেন্দ্রে মণ্ডপ তৈরির কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল | কিন্তু ওই জায়গায় অতিরিক্ত দর্শনার্থী দের ভিড় হলেই একটা বড় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে | উল্লেখ্য মহম্মদ আলি পার্কের তলায় একটা বড় জলাধার রয়েছে | যেখান থেকে প্রায় ৩ লক্ষ মানুষের বাড়িতে জল সরবরাহ করা হয় | এই জলাধারের উপরে মাটি না পড়ায় জমির অবস্থা খারাপ বলে মনে করছে কলকাতা পৌর সংস্থা | যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তার দায় মহম্মদ আলি পার্কের পুজো উদ্যোক্তাদের নিতে হবে বলে চিঠিতে পরিষ্কার উল্লেখ করেছেন কলকাতা পৌর সংস্থা