নির্বাচনের আগে প্রচুর টাকা লেনদেনের অভিযোগ উঠেছে বিজেপির (BJP) বিরুদ্ধে। এই নিয়ে এখন রাজনৈতিক তরজা চরমে। এই ঘটনা নিয়ে এবার মন্তব্য দিলীপ ঘোষ-এর। 'যারা বলছেন তাদের দায়িত্ব প্রমাণ দেওয়ার', বললেন দিলীপ। এছাড়াও একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। 'জঞ্জাল আসে জঞ্জাল যায়'- দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পার্টির প্রকৃত কর্মী পার্টিতে Politics) থেকে যাবে, বললেন দিলীপ। প্রসঙ্গত, রাহুল সিনহা (Rahul Sinha) বলেছেন দল থেকে সব জঞ্জাল ঝাঁট দিয়ে তাড়াতে হবে, এই নিয়েই দিলীপ এদিন এই কথা বলেন। দিলীপ বলেন, উনি ঠিকই বলেছেন জঞ্জাল ফাঁকা হোক, যারা পার্টির অরিজিনাল কর্মী তাদেরকে নিয়েই পার্টি (political party) দাঁড়াবে আবার। 'জঞ্জাল আসে জঞ্জাল যায়, ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায়', ক্ষমতা নেই তাই হয়তো অনেকের অসুবিধা হচ্ছে।' দল যারা ছাড়ছেন তাঁদের বিরুদ্ধে এমনটাই বলতে শোনা গেল দিলীপকে।
নির্বাচনের আগে প্রচুর টাকা লেনদেনের অভিযোগ উঠেছে বিজেপির (BJP) বিরুদ্ধে। এই নিয়ে এখন রাজনৈতিক তরজা চরমে। এই ঘটনা নিয়ে এবার মন্তব্য দিলীপ ঘোষ-এর। 'যারা বলছেন তাদের দায়িত্ব প্রমাণ দেওয়ার', বললেন দিলীপ। এছাড়াও একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। 'জঞ্জাল আসে জঞ্জাল যায়'- দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পার্টির প্রকৃত কর্মী পার্টিতে Politics) থেকে যাবে, বললেন দিলীপ। প্রসঙ্গত, রাহুল সিনহা (Rahul Sinha) বলেছেন দল থেকে সব জঞ্জাল ঝাঁট দিয়ে তাড়াতে হবে, এই নিয়েই দিলীপ এদিন এই কথা বলেন। দিলীপ বলেন, উনি ঠিকই বলেছেন জঞ্জাল ফাঁকা হোক, যারা পার্টির অরিজিনাল কর্মী তাদেরকে নিয়েই পার্টি (political party) দাঁড়াবে আবার। 'জঞ্জাল আসে জঞ্জাল যায়, ক্ষমতার সঙ্গে সবাই থাকতে চায়', ক্ষমতা নেই তাই হয়তো অনেকের অসুবিধা হচ্ছে।' দল যারা ছাড়ছেন তাঁদের বিরুদ্ধে এমনটাই বলতে শোনা গেল দিলীপকে।