নির্মীয়মাণ বহুতলের নীচে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ ঘিরে ছড়ায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দমদমের পিকে গুহ লেনে। বুধবার বেলা বারোটা নগাদ সেখনকার স্থানীয় মানুষজন দেহটি দেখতে পেয়ে খবর দেয় দমদম থানায়। স্থানীয় বাসিন্দাদের দাবি নির্মীয়মাণ বহুতলের পাঁচিলের কাছে তারা পড়ে থাকতে দেখেন দেহটিকে। ওই পাঁচিলের কাছ থেকে রক্তের দাগও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের অনুমান মেয়েটির বয়স তেইশ বছর এবং মেয়েটিকে কেও ধর্ষণ করে খুন করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সাগর দত্ত হাসপাতালে।