প্রতিদিনের মতোই শনিবার সকালে প্রাতঃভ্রমনে গিয়েছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে গিয়েই একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে একাধিক কথা বললেন দিলীপ।
প্রতিদিনের মতোই শনিবার সকালে প্রাতঃভ্রমনে গিয়েছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে গিয়েই একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। গঙ্গাসাগর মেলা প্রসঙ্গে একাধিক কথা বললেন দিলীপ। তিনি বলেন, 'বলেছিলাম বিশেষজ্ঞের মতামত নেওয়া উচিত। এক বছর মেলা বন্ধ থাকলে কিছু হবে না কিন্তু সংক্রমণ হলে সেটা ভয়ঙ্কর।' এছাড়াও মেলায় কড়াকড়ির কথাও বললেন দিলীপ। 'প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ বলেছেন মুখ্যমন্ত্রী', এদিন এমনটাই বলতে শোনা গেল দিলীপ ঘোষকে। নেতাইয়ের ঘটনা নিয়ে প্রশাসনকে বিঁধলেন দিলীপ। এই প্রসঙ্গে তিনি বলেন, শহিদদের শ্রদ্ধা জানাতেও আমাদের আদালতে যেতে হয়। পুলিশ প্রশাসন পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গিয়েছে, এটা দুঃখের। শহীদদের শ্রদ্ধা জানাতে আমাদের অন্য জায়গায় শহিদ বেদী বানাতে হয়েছে, এই ভাবে শ্রদ্ধাতো কলকাতা থেকে বা অন্য জায়গা থেকেও করা যায়। 'খেলা হবের নামে হিংসা-তান্ডব চলছে', খেলা হবে প্রসঙ্গে নাম না করেই তৃণমূলকে বিঁধলেন দিলীপ।