রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত নিয়ে বিস্ফোরক দিলীপ। 'রাজ্যপালের বিরুদ্ধে লড়াই চলে এরাজ্যে'-দিলীপ ঘোষ । বঙ্গ রাজনীতি একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। বিঁধতে ছাড়লেন না রাজ্য নির্বাচন কমিশনারকেও।
রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত নিয়ে বিস্ফোরক দিলীপ। 'রাজ্যপালের বিরুদ্ধে লড়াই চলে এরাজ্যে'-দিলীপ ঘোষ । বঙ্গ রাজনীতি একাধিক মন্তব্য করতে শোনা যায় তাঁকে। বিঁধতে ছাড়লেন না রাজ্য নির্বাচন কমিশনারকেও। 'রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূলের হয়ে কাজ করছে'। এদিন এমনটাই বলতে শোনাগেল দিলীপ ঘোষকে। প্রসঙ্গত, অন্যান্য দিনের মতোই মঙ্গলবারও প্রাতঃভ্রমনে ইকোপার্কে যান দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়েদেন, 'রাজ্যে এটা ট্রাডিশন। কাউকে না পেলে রাজ্যপালকে ধরো'। জলপাইগুড়িতে বিজেপির ভাঙন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'ভোটের আগে অনেকে এসেছিল। এখন এক এক করে যাচ্ছে। আদি কর্মীরা কেউ দল ছাড়েনি। এরকম আসা যাওয়া পার্টিতে লেগেই থাকে।' রাজ্য নির্বাচন কমিশনকেও বিঁধতে ছাড়েননি তিনি। 'রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূলের হয়ে কাজ করেন এটা প্রমাণিত। না হলে এভাবে একটা একটা করে ভোট হত না',বলেন দিলীপ।