বিজেপি ছেড়ে তৃণমূলে জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশের দল বদল নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। 'পার্টি এখন গাড্ডায় পড়েছে', বললেন দিলীপ ঘোষ। 'আয়ারাম গয়ারামের পর্যায়ে চলে এসেছে রাজনীতি'। 'কিছু লোক আসবে যাবে', বললেন দিলীপ ঘোষ। এছাড়াও নানান বিষয়ে মন্তব্য করেন তিনি।
বিজেপি ছেড়ে তৃণমূলে জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশের দল বদল নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। 'পার্টি এখন গাড্ডায় পড়েছে', বললেন দিলীপ ঘোষ। 'আয়ারাম গয়ারামের পর্যায়ে চলে এসেছে রাজনীতি'। 'কিছু লোক আসবে যাবে', বললেন দিলীপ ঘোষ। এছাড়াও নানান বিষয়ে মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অভিষেক এতদিন ব্যারিকেড সরাননি কেন? হঠাৎ করে মনে হল মানুষের অসুবিধা হচ্ছে, একজনের জন্য রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের প্রচারের জন্য ঢুকতে দেওয়া হয়নি। নিষিদ্ধ এবং বর্জিত এলাকা করে রাখা হয়েছিল। উনি থাকেন বলে রাস্তা দিয়ে অন্য কেউ যাবে না? আমরা দিল্লি যাই, প্রধানমন্ত্রীর বাড়ির সামনেও এভাবে রাস্তা আটকানো থাকেনা। এভাবে নিজেকে উঁচুতে রাখা যায়না। যদি ভুল হয়ে থাকে, উনি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। জয়প্রকাশ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিক্ষুব্ধরাই ঠিক করুন তারা কী করবেন। পার্টিকে বিশ্বাস করবেন নাকি কোনো ব্যক্তিকে। কেউ যদি নিজেকে বিক্ষুব্ধ মনে করেন তাহলে আমার কিছু বলার নেই।কারো সাথে দ্বিমত হতে পারে। কেউ মনে করতে পারে তার সাথে সুবিচার হয়নি তারজন্য জায়গা আছে। অপেক্ষা করতে হবে।