প্রতি বছরই কলকাতার শিল্পীদের তৈরী প্রতিমা যায় বিদেশে। তবে এবারের ছবিটা অনেকটাই আলাদা। করোনা যেন ভুলিয়েই দিয়েছে পুজো আসছে। অন্যবছর যেখানে এই সময়ে জোড় কদমে চলে পুজোর কাজ কিন্তু এবছর কাজ প্রায় হচ্ছেনা বললেই চলে। আবার অন্যদিকে ভারত-চিন সীমান্তা গোলা-গুলি চলছে, যা নিয়ে সবাই বেশ চিন্তায় আছে। আর এই কারণেই ভারতে বন্ধ হচ্ছে একের পর এক চিনা অ্যাপ। আর ঠিক তারই মাঝে এবার ভারত থেকে হংকংয়ের পথে যাত্রা করতে চলেছেন দেবী দুর্গা। কলকাতার কালীঘাটের কুমোর পাড়া থেকে জাহাজে চড়ে ভিন দেশে পাড়ি দিচ্ছে কলকাতার শিল্পীর তৈরি দেবী মূর্তি। তবে কি এবার মা দুর্গার হাত ধরেই দুই দেশের সম্পর্ক ঠিক হবে।