পুজো আসতে আর মাত্র কটা দিন বাঁকি। এখন দরজায় কড়া নাড়ছে পুজো। তবে করোনা এবার পুজোর আমেজটাকে অনেকটাই বদলে দিয়েছে। অন্যান্য বছর পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় প্রায় রথের পর থেকেই। সেখানে এবছর কিছুদিন আগেও মানুষের পুজো নিয়ে সংশয় ছিল। পুজো হবে কি না তা নিয়েই অনিশ্চয়তায় ভুগছিলেন সকলে। এবার সেই সংশয় কিছুটা কাটিয়েই পুজোর শপিং করতে রাস্তায় বেড়িয়ে পড়েছে মানুষ। কারো কারো আবার মাস্কেরও বালায় নেই। আর তাই নিয়েই এখন রীতিমতন ভিড় দোকান বাজারে। সোশ্যাল ডিসটেন্সিং ভুলেই চলছে এখন পুজোর শপিং।