বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ ফিরহাদ হাকিম-এর। দিলীপ ঘোষ-মোদীকে বিঁধলেন ফিরহাদ। 'আমরা মনুষের কথা ভাবি'-ফিরহাদ হাকিম। 'দিলীপ দা-কে সন্ন্যাস নিতে হবে', ভবিষ্যদ্বাণী ফিরহাদের। নরেন্দ্র মোদীকেও বিঁধতে ছাড়লেন না ফিরহাদ।
বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ ফিরহাদ হাকিম-এর। দিলীপ ঘোষ-মোদীকে বিঁধলেন ফিরহাদ। 'আমরা মনুষের কথা ভাবি'-ফিরহাদ হাকিম। 'দিলীপ দা-কে সন্ন্যাস নিতে হবে', ভবিষ্যদ্বাণী ফিরহাদের। নরেন্দ্র মোদীকেও বিঁধতে ছাড়লেন না ফিরহাদ। 'মোদী সাহেবকে সন্ন্যাস নিয়ে গুহায় থাকতে হবে'-ফিরহাদ। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এরাজ্যের মানুষের আস্থা ও ভরসা অটুট রয়েছে। এরাজ্যের মানুষ যথেষ্টই ভালো আছেন বলতেও শোনা যায় তাঁকে। বারবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরোধিতা করে বাংলার মানুষকে আর অপমান না করে উনি যত শীঘ্রই সম্ভব নিজের রাজ্যে ফিরে যাবেন ততই মঙ্গল। কটাক্ষ ফিরহাদ-এর। শুভেন্দু অধিকারীকে নিয়েও কটাক্, করতে ছাড়েননি ফিরহাদ হাকিম। শুভেন্দুকে নিয়েও একাধিক মন্তব্য করেছেন তিনি। এরাজ্যের মতুয়াদের নিয়ে তিনি বলেন, তারা এরাজ্যে ভালো রয়েছেন। মুখ্যমন্ত্রী সব মানুষের কথা ভাবেন, এমনটাই এদিন বলতে শোনা গিয়েছে তাঁকে। সেই সঙ্গেই নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন আমি ভবিষ্যদ্বাণী করছি, 'মোদী সাহেবকে সন্ন্যাস নিয়ে গুহায় থাকতে হবে'।