উত্তরপ্রদেশ সহ ৪ রাজ্যে জয় বিজেপি-র। বিজেপি-র জয়ের পরই তীব্র ভাষায় কটাক্ষ ফিরহাদ-এর। 'মোদী হটাও দেশ বাঁচাও', বললেন ফিরহাদ। 'দিলীপ দা সব ব্যাপারে রঙবাজি করেলে হবে না'। বঙ্গে বিজেপি ধরাশায়ী, দাবি ফিরহাদ হাকিম-এর।
উত্তরপ্রদেশ সহ ৪ রাজ্যে জয় বিজেপি-র। বিজেপি-র (BJP) জয়ের পরই তীব্র ভাষায় কটাক্ষ ফিরহাদ-এর (Firhad Hakim)। 'মোদী হটাও দেশ বাঁচাও', বললেন ফিরহাদ। 'দিলীপ দা (Dilip Ghosh) সব ব্যাপারে রঙবাজি করেলে হবে না'। বঙ্গে বিজেপি ধরাশায়ী, দাবি ফিরহাদ হাকিম-এর। তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিঁধতে ছাড়লেন না তিনি। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফিরহাদ হাকিম বলেন, যুদ্ধের আগেই তো তেলের দাম ১০০ টাকা পেরিয়েছে, এগুলো অজুহাত মাত্র। উনি ইঙ্গিত দিচ্ছেন, মানুষের উপর বোঝা চাপাবো। মানুষের নাভিশ্বাস উঠবে। পাশাপাশি তিনি এও বলেন, যে কেসে আমি জেল খাটলাম। সেই কেসে শুভেন্দু (Suvendu Adhikari) ছাড়া পাবে কেন? আসলে বিরোধীদের উপর আরও এরকম কেন্দ্রীয় সংস্থা জুলুম করবে সেটার ইঙ্গিত দিলেন। তিনি এও বলেন চব্বিশে সারাদেশে মোদী (Narendra Modi) হটাও স্লোগান উঠবে। এই ভোটের ফল লোকসভা ভোটে কোন প্রভাব ফেলবে না।