প্রতিদিন, প্রতি মুহূর্তে ধর্ষণের শিকার হতে হচ্ছে মহিলাদের। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের এক তরুণীকে এমনই ভাবে ধর্ষণ ও খুন হতে হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এই ঘটনার পুনরাবৃতি। এবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বলরামপুরে। আর এই মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদেই বৃহস্পতিবার সকালে সাইকেল র্যালি করেন ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এছাড়াও মহিলাদের নিরাপত্তার কথা ভেবেই তিনি গঠন করেছেন দুর্গা সেনা দল। গোটা দেশে যেভাবে প্রতিনিয়ত নারীদেরকে অত্যাচারিত ও অসম্মানিত হতে হচ্ছে এবং একই সঙ্গে সম্প্রতি উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই ঘটনার কথা ভেবেই এবারে পাড়ায় পাড়ায় দুর্গা সেনা গঠন করার সিদ্ধান্ত নেন তিনি। এদিন হাওড়া ব্রিজের সামনে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করে তারই শুভ সূচনা করেন তিনি। সেই সঙ্গে সাইকেল র্যালি করে হাওড়া ব্রিজ থেকে কালীঘাট এবং সেখান থেকে ব্যারাকপুরে গান্ধী আশ্রম পর্যন্ত ৫০ কিলোমিটার পথ যাত্রা করেন তিনি ।