রাজ্যপাল জগদীপ ধনখড়কে কটাক্ষ ফিরহাদ হাকিম-এর। 'দিল্লির আতঙ্কে রাজ্যপাল থরথর করে কাঁপছেন'-ফিরহাদ হাকিম। অমিত শাহ র ভয়ে আতঙ্কে রয়েছেন রাজ্যপাল, বললেন ফিরহাদ। 'আতঙ্কে মানুষ নেই, আতঙ্কে রয়েছেন রাজ্যপাল'-ফিরহাদ হাকিম।
রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) কটাক্ষ ফিরহাদ হাকিম-এর (Firhad Hakim)। 'দিল্লির আতঙ্কে রাজ্যপাল থরথর করে কাঁপছেন'-ফিরহাদ হাকিম। অমিত শাহ-র (Amit Shah) ভয়ে আতঙ্কে রয়েছেন রাজ্যপাল, বললেন ফিরহাদ। 'আতঙ্কে মানুষ নেই, আতঙ্কে রয়েছেন রাজ্যপাল (governor)'-ফিরহাদ হাকিম। প্রসঙ্গত, রাজ্যপালের টুইট নিয়ে ফিরহাদ হাকিম বলেন, রাজ্যপাল নিজেই আতঙ্কে রয়েছেন, তাই অমিত শাহ (Amit Shah) দরবারে তিনি। তিনি দিল্লির আতঙ্কে থরথর কাঁপছেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বোন ঠিক, তিনি অমিত শাহর (Amit Shah) মনোনীত তাই তিনি কাঁপেন। কিন্তু মমতা রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ আর তিনি কেন্দ্রে বিজেপি সরকারের কাছে দায়বদ্ধ।মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বেছে নিয়েছে তাই মমতাবন্দ্যোপাধ্যায় কোনও ভয় পাননা বলতেও শোনা যায় ফিরহাদকে। অন্যদিকে আসানসোল নিয়ে তিনি বলেন, আসানসোলে (Asansol) যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় তাহলেও তৃণমূল জিতবে, বলেও জানান ফিরহাদ (Firhad Hakim)।