দলীয় কর্মীকে গুলির প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে ঘিরে ফের শহরে ধুন্ধুমার। শিয়ালদহ স্টেশন চত্বরে প্রথমে এই মিছিলে বাধা দেয় পুলিশ। এরপর এনআরএস হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়। ধর্মতলা এলাকায় কাছে গেলে ফের মিছিলে বাধা দেয় পুলিশ। করা হয় লাঠিচার্জ। পুলিশের দাবি, অনুমতি ছাড়া মিছিল বার করেছিল হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা।
দলীয় কর্মীকে গুলির প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে ঘিরে ফের শহরে ধুন্ধুমার। শিয়ালদহ স্টেশন চত্বরে প্রথমে এই মিছিলে বাধা দেয় পুলিশ। এরপর এনআরএস হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়। ধর্মতলা এলাকায় কাছে গেলে ফের মিছিলে বাধা দেয় পুলিশ। করা হয় লাঠিচার্জ। পুলিশের দাবি, অনুমতি ছাড়া মিছিল বার করেছিল হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা। এদিকে মিছিলে বাধা দেওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভকারীরা। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করলে তাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি নেতা অনুপম হাজরার বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেফতারের উদ্যোগ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অনুপমের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের।