দেশজুড়ে সার্ভার ডাউন বিমান সংস্থা ইন্ডিগোর। ফলে মারাত্মক শিডিউল বির্পযয়ের সম্মুখীন সংস্থার বিমানগুলি। ফলে প্রভাব পড়েছে যাত্রী পরিষেবায়। দেশের অন্যান্য বিমানবন্দরের মত দমদম বিমানবন্দরের ছবিটাও ছিল একই রকম।
দেশজুড়ে সার্ভার ডাউন বিমান সংস্থা ইন্ডিগোর। ফলে মারাত্মক শিডিউল বির্পযয়ের সম্মুখীন সংস্থার বিমানগুলি। প্রভাব পড়েছে যাত্রী পরিষেবায়। দেশের অন্যান্য বিমানবন্দরের মত দমদম বিমানবন্দরের ছবিটাও ছিল একই রকম। সার্ভার ডাউনে থাকায় প্রভাব পড়েছে বিমান চালচলেও। ইন্ডিগোর সেন্টেম নেটওয়ার্ক কাড না করায় অধিকাংশ রুটেই বিমান চলাচলে দেরি হয়। ফলে স্বভাবতই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। নির্ধারিত সময়ে বিমানে বোর্ড করা সম্ভব হয়নি অধিকাংশ যাত্রীর। এর জন্য ইন্ডিগোর তরফে ক্ষমাও চাওয়া হয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যে বিষয়টি সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিচ্ছে বিমান সংস্থাটি।